Friday, ডিসেম্বর ৮, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

কাশিনাথপুরে মাদকাসক্ত বড় ভাই আগুন দিলো ছোট ভাইয়ের ঘরে

শেয়ার করতে এখানে চাপ দিন

কাশিনাথপুর প্রতিনিধি : পাবনার কাশিনাথপুর এলাকার টাংবাড়ি গ্রামে ছোট ভাইয়ের বসতঘরে মাদকাসক্ত বড় ভাইয়ের অগ্নিসংযোগে ছোট ভাইয়ের ঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্রসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুর রশিদের মেজো ছেলে আব্দুল খালেক নেশার টাকা না পেয়ে তার ছোট ভাই রেজাঊল করিমের বসত ঘরে অগ্নিসংযোগ করে। আব্দুল খালেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায় সময় ছোট ভাই রেজাউল করিমের কাছে মাদক সেবনের জন্য সে টাকা চাইত। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছোট ভাই রেজাউল মাঝে মধ্যেই টাকা পয়সা দিত। এক সপ্তাহ ধরে খালেক ছোট ভাইয়ের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে চলেছে। রেজাঊল টাকা দিতে অপারগতা প্রকাশ করায় খালেক তাকে হুমকি-ধামকি দেয় ও বাড়িতে আগুন লাগিয়ে দেবার ভয় দেখায়।
বৃহস্পতিবার সকালে রেজাউল অফিসে গেলে তার স্ত্রী মমতাজ সন্তানদের নিয়ে পাশের পাড়ায় অবস্থিত বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে দুপুর ১২টার দিকে খালেক রেজাউলের বসত ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কাশিনাথপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে আমিনপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রেজাউল করিম জানান, ঘরে নগদ টাকাসহ দামী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান পাঁচ লক্ষাধিক বলে জানা যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। খালেককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর