শেখ শাহীন, নিজস্ব প্রতিবেদক : ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল পাবনার কাশিনাথপুরের একমাত্র সামাজিক সংগঠন এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেল কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ শাখা। শনিবার (১৩ জুলাই) সকাল দশটায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মঞ্জুর কাদের এ কর্মসূচির উদ্বোধন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মো. মাহবুব হোসেন, শরীরচর্চা শিক্ষক মো. জানে আলম, এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেলের সংগঠক শেখ শাহীন, মো. রেজোয়ান রাসেল, আরিফ খান ও কলেজ শাখার কৌশিক আহমেদ অলিফ। নবগঠিত কমিটির সভাপতি মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আদনান হাবীব।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে মোট ১০০ জনের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এ সময় অতিথিরা এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা রক্তদানসহ সকল মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা জানান, রক্তের অভাবজনিত সমস্যায় ভুগছে, এমন বাবা-মায়ের মুখে, একটা পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের এই আয়োজন। সময় মতো রক্ত না পাওয়া মানুষদের পাশে দাঁড়াতে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি নিজেদের সম্পৃক্ত রাখার।
মানুষের দৈনন্দিন জীবনের প্রত্যেক মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। দেখা গেছে রক্তের জন্য মানুষের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয় । প্রতিনিয়ত ঝরে পড়ে কত প্রাণ । রক্তের অভাবে যেন আর কোন প্রাণ অকালে ঝরে না যায় তার জন্য আমরা এভারগ্রীন ফেন্ডস্ সার্কেল সব সময় প্রস্তুত রয়েছি। আমাদের ডাকলেই আমরা হাজির হব মুমুর্ষের পাশে।