স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় বজ্রপাতে বাবা ও তার দুই ছেলেসহ চারজন মারা গেছে। শনিবার বেলা তিনটার দিকে পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাচুরিয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফ (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই তারা পাট জাগ দেয়ার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রওয়ানা হয়েছে।
এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান চাকলা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন।