আরিফ খাঁন, বেড়া : পাবনার বেড়া উপজেলার নাকালিয়া খেয়াঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (২০) এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের গায়ে লাল-কালো রঙের চেক হাফ হাতা গেঞ্জি রয়েছে। তার পরনে কিছু ছিল না।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকাবাসী সোমবার (১৫ জুলাই) সকাল ৮ টার দিকে নাকালিয়া এলাকায় যমুনা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় এক জনের লাশ ভাসতে দেখে বেড়া মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১টার দিকে যমুনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে।
বেড়া থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।