Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আমিনপুরকে উপজেলা করার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

শেয়ার করতে এখানে চাপ দিন

এনামুল সোহেল, আমিনপুর : পাবনার আমিনপুর থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ আমিনপুর থানাবাসী। শুক্রবার (১৯ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার একটি গণমুখী সরকার। এই সরকার দেশের নানা প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের ব্যাপারে সক্রিয় রয়েছে। যা আমাদের আশাবাদী করে তুলেছে। আমরা পাবনা জেলার আমিনপুর থানার অধিবাসী। অবস্থানগত দিক থেকে জেলার মধ্যে বিশেষ সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ জনপদ আমিনপুর অঞ্চল। অথচ, এলাকাটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত, সুযোগ-সুবিধা বঞ্চিত। আমিনপুর থানাধীন রয়েছে হাইওয়ে, রেলস্টেশন (প্রক্রিয়াধীন), স্কুল ও কলেজ, বৃহৎ কয়েকটি বাজার, অসংখ্য দোকানপাট, বেশ কয়েকটি ব্যাংকের শাখা, নৌ-পথ, রেলপথ (প্রক্রিয়াধীন) ও রাজপথ। এই এলাকার রয়েছে অনেক গৌরবময় ইতিহাস । এখানে জন্মগ্রহণ করেছেন অনেক আলোকিত মানুষ।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ অক্টোবর তৎকালীন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পণামন্ত্রী এ. কে. খন্দকারের উদ্বোধন করার মধ্য দিয়ে শুরু হয় আমিনপুর প্রশাসনিক থানার কার্যক্রম। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হওয়া আমিনপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে থানা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত-জাতীয় কমিটির (নিকার) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বর্তমানে আমিনপুর থানাধীন মোট আট (৮)টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলোর মধ্যে বেড়া উপজেলার পাঁচটি- মাসুমদিয়া, রুপপুর, ঢালারচর, জাতসাখিনী ও পুরান ভারেঙ্গা ইউনিয়ন এবং সুজানগর উপজেলার তিনটি- সাগরকান্দি, রানীনগর ও আহাম্মদপুর ইউনিয়ন রয়েছে।
তারা আরও বলেন, আমাদের এই থানা এলাকা থেকে উপজেলা সদর অনেক দূরবর্তী হওয়ায় গুরুতর অসুস্থ রোগীকে যেমন- গর্ভবতী মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে নিয়ে যেতে পারছি না”, এছাড়াও “উপজেলা পরিষদ দূরবর্তী হওয়ায় সরকারি বিভিন্ন কাজ-কর্ম যেমন-ভূমি সংক্রান্ত, উপজেলা সমাজসেবা সংক্রান্ত, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন সংক্রান্ত, উপজেলা নির্বাচন অফিস সংক্রান্ত, উপজেলা শিক্ষা, কৃষি ও মৎস্য চাষ পরামর্শ সংক্রান্তসহ বিভিন্ন সেবা নেওয়ার জন্য দূরবর্তী আমিনপুর থানাধীন অঞ্চলে যেতে হয়। এসব সমস্যার কথা চিন্তা করে, আমিনপুর থানাকে উপজেলায় রুপান্তরিত করলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ থাকবো । আমাদের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়ন করে সুবিধাবঞ্চিত এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।
আমিনপুর থানার দৈর্ঘ্য-প্রস্তের বিবেচনায় আমিনপুরকে উপজেলা করা অধিকতর যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। এই জনপদকে একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। আমাদের আকুল দাবি, আমিনপুর নামের একটি পৃথক ও স্বতন্ত্র উপজেলা গঠন করতে হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর