তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
পাবনার সাঁথিয়ায় খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
রোববার(০৫ ডিসেম্বর ২০২১) সকাল ১১ টার আমন ধান ও চাল সংগ্রহের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলাম পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ধোপাদহ ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সাবেক সম্পাদক আবুল কাসেম, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত পরিদর্শক মোশাররফ হোসেনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত মোশাররফ হোসেন জানান, ২০২১-২২ অর্থ বছরে ৭০৯ মেট্রিক টন ধান ও২৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর সরকারি নির্ধারিত দামে প্রতি কেজি ধান ২৭টাকা ও চাল ৪০ টাকা দরে কেনা হচ্ছে।