তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে: তোমরা রবে চিরকাল,মোদের হৃদয় মাঝে ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) বিকালে সাঁথিয়া প্রেসক্লাবের আয়োজনে ও প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ,সাঁথিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু, সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন, দন্তচিকিৎসক ডাঃ মাহফুজুর রহমান,উপজেলা ছাএলীগের সেক্রেটারির হাসিবুল খান সানা।
আরোও উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আঃ দাইন সরকার, অধ্যাপক জয়নুল আবেদীন রানা,আলী আহসান মনজু,সেক্রেটারি আব্দুল হাই, সাবেক সেক্রেটারি আবুল কাশেমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।