তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
পাবনার সাঁথিয়া পৌরসভাধীন শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ছোটো ছোটো কোমলমতি শিশুদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই তুলে দেন সাঁথিয়া বেড়া গণমানুষের নেতা ৬৮-পাবনা১ এর মাননীয় সংসদ, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি।
তিনি শিশুদের পিতামাতাকে তাদের সন্তানদের স্কুল মুখী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আজ শনিবার( ১ জানুয়ারি ২০২২) সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ সভাপতিত্বে –
এসময় আরোও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলাসহ অভিভাবক বৃন্দ ও ছাএ-ছাএীবৃন্দ।