তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাএলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। বাংলা ও বাঙ্গালীর স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিলো গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
ছাএলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু এমপি।
এসময় আরোও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ছাএলীগ যুবলীগ,আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ।