তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
গতমঙ্গলবার বিকেলে সাথিয়া পৌরসভাধীন কালাইচাড়া গ্রামের দক্ষিণ পাড়া আলাউদ্দিন বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খোজ নিয়ে জানা যায়, বসত ঘরের পিছনে ছাইয়ের স্তুপ থেকে অগ্নিকাণ্ডের সূএপাত ঘটে।
মূহুর্তের মধ্যে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্নাংকার,ধান,চাল,পাটসহ ঘরে থাকা সকল আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্হ পরিবারকে সাঁথিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও শীত বস্ত্র প্রদান করা হয়। পরিবারটি এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
।