তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় আজ ১১ জানুয়ারি ২০২২ ইং মঙ্গলবার সকালে যথাযথভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে পাবনার সাঁথিয়ায়, আতাকুলার সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান,রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, জেলার অভ্যন্তরে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল ধরণের গণপরিবহণ চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ -এর নের্তৃত্বে স্বাস্থ্যবিধি প্রতিপালন, ও সাধারণ লোকদের মাস্ক পরায় উদ্বুদ্ধ করণের জন্য ভ্রাম্যমাণ আদালতে পরিচালবা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনজে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্হ্যবিধি মেনে জনসচেতনতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আতাইকুলা থানার ওসি তদন্ত আমিনুল ইসলামসহ সংগীয় ফোর্স।