তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে ঃ
একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষাই হলো মানব সম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। জনসংখ্যা হলো দেশের মূল্যবান সম্পদ। জনসংখ্যার উপরই নির্ভর করে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন। তাই জনসংখ্যার সংখ্যাগত দিকের চেয়ে গুণগত দিকটি অধিকতর তাৎপর্যপূর্ণ। জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে পরিণত করা যায় তাহলে জনসংখ্যা আশির্বাদস্বরূপ। দক্ষ জনশক্তি তৈরীতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিক্ষিতের হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এই উপলব্ধিতে পাবনার সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর নামক স্হানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারী ২০২২) বিকেলে অধ্যাপক আঃ দাইন সরকারের উপস্থাপনায় ও প্রতিষ্ঠাতা ডাঃ নূরে আলম সিদ্দিকী রন্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি, বেড়া সাঁথিয়া সংসদীয় আসনের মাননীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড শামসুল হক টুকু এমপি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হয়। উন্নতি হয় আপামর বাঙালির। জনস্বার্থে সবার যেটাতে সুবিধা হয় সেটাই করতে হবে সবার। আগামী দিনে এলাকার উন্নয়ন,এলাকার অবহেলিত বঞ্চিত জনসাধারণের শিক্ষার মান উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা এ্যাড শামসুল হক টুকু কলেজ বিরাট ভূমিকা পালন করবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাবেক সফল মেয়র মিরাজুল ইসলাম প্রমাণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বরিউল করিম হিরু,বাবু কার্তিক চন্দ্র সাহা,ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনসুর আলম পিন্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগের নেতা কর্মী ও এলাকার সুবিধাভোগী জনসাধারণ।