সাঁথিয়া থেকে তাইজুল ইসলাম :
পাবনার সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ বাক্য পাঠ করেছেন।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মোখলেছুর রহমান, জেলা সিনিঃ নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, সাঁথিয়া উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংরক্ষিত মহিলা ও সাধারণ ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
প্রসঙ্গত, ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৩ ডিসেম্বর নির্বাচিতদের গেজেট আকারে প্রকাশ করেন নির্বাচন কমিশন।