তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
পাবনার সাঁথিয়া পৌরসভার বোয়ালমারী বাজারের ১ পাট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পন্য মজুদ, সরবরাহ আইন ও কৃষি বিপণন আইনে বোয়ালমারী বাজারে অবস্হিত মেসার্স অলোক ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মাস্ক ব্যবহারের লক্ষে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির জন্য কয়েকজন কে জরিমানা করা হয় ।
পাবনার মুখ্য পাট পরিদর্শক মোহাম্মদ হাজ্জারুজ রশিদ ও পাট পরিদর্শক আঃ হালিম এবং সাঁথিয়া থানা পুলিশের এএসআই আমিনুল ও সংগীয় ফোর্সসহ সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা উপস্থিত ছিলেন।