তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে :
নৌকার সঙ্গে বেইমানি করা মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আদর্শের সঙ্গে বেইমানি করা সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
বৃহস্পতিবার (৩ ফ্রেবুয়ারী ২০২২) পাবনার সাঁথিয়ায় জেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কর্মসূচি( ২০২২ ইং ) কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরোও বলেন, যারা আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে মীর জাফরের মতো ক্ষমতার স্বাদ ভোগ করে নৌকার সঙ্গে বেইমানি করে আসছেন, তারা মূলত বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করছেন। নৌকা হলো— স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক ও উন্নয়নের প্রতীক। এই নৌকা বারবার বিজয়ী হয় বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আজ শহরের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
যারা অতীতেও নৌকার বিরোধিতা করেছেন এবং এখনও করছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭১ সালে স্বাধীনতার ডাক না দিতেন তাহলে এদেশ কখনোই স্বাধীনতা লাভ করতে পারতো না। আজকের এই উপহার সামান্য হলেও এর গভীরতা অনেক বেশি । আমরা এ শিক্ষা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। নৌকা কারো সঙ্গে বেইমানি করে না ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার নগর পিতা, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আসিফ শামস রন্জন।
আরোও উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খানের, রবিউল করিম হিরুসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাএলীগ লীগের নেতাকর্মী বৃন্দ ও সুবিধা ভোগী বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে আসা জন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল।