তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পাবনা সাঁথিয়ায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দক্ত।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত কমল কুমার দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক আঃ হাই, নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা, গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মাস্টার, ধুলাউরি ইউপি চেয়ারম্যান জরিফ মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দক্ত তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।