তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ঃ
, “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইঃলিঃ সাঁথিয়া সাংগঠনিক অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া সাংগঠনিক অফিস থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিজিওনাল কোডিনেটর সাঁথিয়া শাখা মোঃ মাসুম বিল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,
উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা।
আরো উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, ডিসি সাঁথিয়া শাখা, নাজমুল ইসলাম ম্যানেজার সাঁথিয়া শাখা অফিস।