তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি >>
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো
ভোটাধিকার, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনার সাঁথিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার ১১টার দিকে সাঁথিয়া নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা, উপজেলা পঃপঃ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ওসি তদন্ত কমল কুমার দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মজনু।।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোজাম্মেল হক।