তাইজুল ইসলাম সাঁথিয়া পাবনা প্রতিনিধি >>
উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর পাবনা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর পাবনা জেলা শাখার সভাপতিও সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম,সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা, চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা আকতার, ভাঙ্গুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জু, , সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান কল্লোল সহ সকল উপজেলার ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান গণ।
সভায় বর্তমান সরকারের উন্নয়ন তরান্বিত করতে এবং জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে দৃঢভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপজেলার ভাইস চেয়ারম্যানদের বেশকিছু দাবি আদায়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।