তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি >>
পাবনার সাঁথিয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩য় দিনেও পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সাঁথিয়া উপজেলা শাখা।
মঙ্গলবার ১ মার্চ সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে পূর্ণ দিবস কর্মবিরতির কার্যক্রম শুরু হয়। এরই অংশ ৩য় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিবস উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা পূর্ণ এই কর্মসূচি পালন করেছেন।
ফলে চরম ভোগান্তিতে পড়ে উপজেলা প্রশাসন ও ভূমি কার্যালয়ে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ। তারা কাজ করাতে না পেরে ফিরে যান।
এসময় উপস্থিত ছিলেন বাকাসস এর উপজেলা সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক বজলুর রহমান , সহসভাপতি জমির উদ্দিন আরোও অনেকে।