তাইজুল ইসলাম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি –
আত্মহত্যা, দুর্ঘটনায় নিহত বা হত্যা মামলার লাশ সমূহ ময়নাতদন্তে প্রেরনের পূর্বে লাশের যথাযথ মর্যাদা বিধান ও নিরাপদে সংরক্ষনের জন্য জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম অফিসার ইনচার্জ সাঁথিয়া থানার উদ্যোগে সাঁথিয়া থানা চত্বরে একটি শীতাতপ নিয়ন্ত্রিত লাশঘর স্থাপন করা হয়েছে, পাশাপাশি থানা মসজিদের বারান্দা সম্প্রসারন ও শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ মার্চ ২০২২) জুমার নামাজের পর উক্ত স্থাপনা সমূহের উদ্বোধন করেন জনাব মোঃ মুহিবুল ইসলাম খান, বিপিএম পুলিশ সুপার পাবনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল,
জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,
অফিসার ইনচার্জ সাঁথিয়াসহ সাঁথিয়া থানার সকল অফিসার ও ফোর্স এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
পুলিশ সুপার মহোদয় জুমার নামজের পর মসজিদে স্থানীয় মুসল্লীদের বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকার মাদক, জুয়া, ইভটিজিং, গরু চুরি প্রতিরোধে পুলিশকে সহায়তা করার জন্য আহবান জানান।