Sunday, ডিসেম্বর ১০, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীকে নির্বাচনে চান পাবনার সংস্কৃতিকর্মীরাওনার্স পরিচয় দেন ডাক্তার, দিচ্ছেন সর্ব রোগের চিকিৎসাডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

সাঁথিয়ায় বৈশাখীর চাঁদা না দেয়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাসপাতালে

শেয়ার করতে এখানে চাপ দিন

তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে —

পাবনার সাঁথিয়ায় বৈশাখীর চাঁদা না দেয়ায় ও বিদ্যালয়ের জমিজমা বিরোধের জের ধরে প্রধান শিক্ষককে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে। আহত প্রধান শিক্ষক একেএম জহুরুল হককে তার সহকারীরা সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক অভিযোগে জানান, দীর্ঘদিন পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক একেএম জহুরুল হকের সাথে পাশর্^বর্তী নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম কালুদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি ১লা বৈশাখে কালু ওই প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবী করলে তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কালু শনিবার দুপুরে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন সময় জোর করে শ্রেণী কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে অন্যান্য শিক্ষকেরা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, একজন সরকারী কর্মচারী তার পাঠদানের সময় শ্রেণী কক্ষে ঢুকে ন্যাক্কারজনক এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর