তাইজুল ইসলাম —
পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল ২০২২) বিকেলে বেড়া পৌরসভার কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেড়া পৌরসভার মেয়র ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আসিফ শামস রন্জন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৬৮ পাবনা১ এর মাননীয় সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড,শামসুল হক টুকু এমপি।
আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবু, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু,বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সবুর, সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, বেড়া সার্কেল কল্লোল কুমার, সাঁথিয়া অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি / সম্পাদক, স্কুল কলেজের শিক্ষকমন্ডলী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশবাসী ও মুসলিম জাহানের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয় ।