সাঁথিয়া প্রতিনিধি –
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নে ২হাজার ২০০টি দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাগডেমরা ইউনিয়ন পরিষদে প্রতিটি পরিবার কে ১০কেজি করে ওই চাল বিতরণ করা হয় । বিতরণ করেন নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।