তাইজুল ইসলাম সাঁথিয়া থেকে÷
পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকাল ৪টায় দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮পাবনা১ এর মাননীয় সংসদ সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড শামসুল হক টুকু এমপি।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সফল মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী সিনিয়র সহসভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, কৃষকলীগের সভাপতি শফিউল আলম রন্জুসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং সুধীজন।