তাইজুল ইসলাম সাঁথিয়া পাবনা প্রতিনিধি –
ছাত্রীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পাল এর বিরুদ্ধে । এ ঘটনায় শিক্ষার্থীরা শনিবার সকাল ১১ টায় ওই দুই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। এ সময় সাঁথিয়া উপজেলা সড়ক অবরোধ করে রাখে ছাত্র ছাত্রীরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ঘটনাটি সুষ্ঠ তদন্তের জন্য একটি কমিটি গঠনের আশ্বাসে শান্ত হয় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানায়, হেড স্যারের কাছে প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করে, ভয়ভীতি দেখায়। ১০ম শ্রেনীর এক শিক্ষার্থীকে প্রায়ই উত্যাক্ত করেন দুণীতিবাজ প্রধান শিক্ষক। এছাড়াও সহকারী শিক্ষক বাবুল পাল অপর এক ছাত্রীকে একই প্রস্তাব দেন। তাদের বিরুদ্ধে গত ১৭ মে মঙ্গলবার শিক্ষার্থীরা বিদ্যালয়ের সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়। বিষয়টি কয়েক দিন গত হলেও কোন প্রতিকার না পেয়ে শিক্ষাথীরা শনিবার সকালে ওই দুই শিক্ষকের অপসারণ ও পদচ্যুতির দাবি তুলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে বিদ্যালয়ের সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্দে উপস্থিত হয়ে দুটি বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামানকে প্রধান করে পৃথক পৃথক ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং ওই কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশের আশ^াসে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যেহার করে। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ কাদের বিশ^াস অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নেয়ায় শিক্ষার্থীরা তদন্ত কমিটিতে তাকে না রাখার জোড় দাবী জানায় ইউএনও’র কাছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের মোবাইল ফোনে জানান, এ বিষয়ে আমি কিছু জানি না বলেই ফোন কেটে দেন। ওদিকে বাবুল পালকে বার বার ফোন দিলেও রিসিভ করেন না। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল অহমেদ জানান,তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।