Monday, মে ২০, ২০২৪
শিরোনাম

দুলাই জমি দখল করে ঘর নির্মান জমি উদ্ধারে ঘর ভাংচুর, আটক-৩

শেয়ার করতে এখানে চাপ দিন

সুজানগর সংবাদদাতাঃ সুজানগর উপজেলার দুলাই-বদনপুর গ্রামে জমির দখল কে কেন্দ্র করে ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার বদনপুর পল্লী বদি্যুতের সাবস্টেশনের সামনে হাবিবুরের নির্মানকৃত টিনের ঘর ভাংচুর করে আঃ খালেক গংরা। পরে ৯৯৯ এ ফোন কররে সুজানগর থানা পুলিশ ঘটনা স্থলে এসে তিন জনকে আটক করে । আটককৃতরা হলো মনোমিয়া(৫২) আ: রহমান খান(৬০) ও বাদলা (৩৫)।
বদনপুর মৌজার, দাগ নং ২১৭, খতিয়ান নং ৪০০। জমির পরিমান ১ একর ৯ শতক। জমির মালিক রোমজান মীর, মাজেদ আলী ও জহিমনা খাতুন। জমির মালিদের নিকট থেকে জমি ক্রয় করেন হাবিবুর রহমান। ক্রয়কৃত জমিতে সে টিনের ঘর নির্মান করে গোডাউন হিসেবে ব্যবহার করেন। গত ৬ জানুয়ারি ভোরে নিজেদের জমিতে জোর পূর্বক ঘর তুলেছে মর্মে হামলা চালিয়ে ভাংচুর করেন জহিমনা খাতুনের নিকট থেকে ক্রয় সূত্রে দাবি করা খালেক গংরা। এতে হাবিবুরের নির্মানকৃত ঘরটি তছনছ হয়ে যায়। ঘরে রাখা মালা মাল লুটের অভিযোগ করে ক্ষতি গ্রস্থ হাবিবুর রহমান।
এদিকে আব্দুল খালেক জানান, তিন দাগে জহিমনার ৬৯ শতক জমি রয়েছে। আমরা চারজন জহিমনার নিকট থেকে জহিমনার অংশ ক্রয় করি। দীর্ঘ দিন ধরে জহিমনার অংশ জোড় করে দখল করে তাতে ঘর নির্মান করেন হাবিবুর রহমান। আমরা আমাদের বৈধ জমি দখল মুক্ত করতে নির্মানকৃত ঘর ভেঙ্গে জায়গা দখল মুক্ত করি। ইতো পূর্বে আদালত আমাদের পক্ষে রায় দেন। তিনি আরও বলেন আমাদের ক্রয়কৃত জমি দখল মুক্ত চাই।
অপর দিকে শুক্রবার রাতে হাবিবুর রহমান বাদী হয়ে সুজানগর থানায় মামলা করলে আটককৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর