Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

মশা কামড়ানোর লাল-দাগ থেকে মুক্তি পাবেন কীভাবে

শেয়ার করতে এখানে চাপ দিন

অনলাইন ডেস্ক: প্রতিকার তো প্রয়োজন! কিন্তু প্রতিকারের আগে অবশ্যই প্রতিরোধ ব্যবস্থাও গড়ে তোলা উচিত।

মানব শরীরে মশা কামড়ালে ফুলে ওঠে বা লাল দাগ হয়। অনেক ক্ষেত্রে এই দাগ বেশি সময় ধরে থাকে এবং চুলকায়।

এই বিষয়ে ডাক্তাররা জানাচ্ছে, এই বিষয়টিকে ডাক্তারি ভাষায় একে বলা হয় স্পেকুলার আর্টিকেরিয়া। সব বয়সিরাই এতে আক্রান্ত হন, তবে শিশুরাই আক্রান্ত হয় সব চেয়ে বেশি।

ডাক্তাররা বলছেন, এই থেকে বাঁচতে অবশ্যই মশা থেকে দূরে থাকার ব্যবস্থা নিতে হবে। সন্ধ্যা হওয়ার আগে ঘরের জানালা বন্ধ রাখতে হবে অথবা নেট আটকে দিতে হবে। মশারি, কয়েল, অ্যারোসল ইত্যাদি ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে গেলে ওডোমোস ব্যবহার করতে পারেন।

শিশুদের সন্ধ্যার পর সুতির ফুলহাতা জামা-কাপড় পরানোর পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। এতে মশার কামড় ঠেকানোর একটা পন্থা হতে পারে।

যদি তাতেও না হয়, তাহলে এই রোগ থেকে মুক্তি পেতে ডাক্তাররা বিভিন্ন ধরনের প্রতিকারের কথা বলছেন। তারা জানাচ্ছেন, এক্ষেত্রে ‘ফুসিডিক অ্যাসিড উইথ স্টেরোয়েড’ নামক মলমটি দিনে দুইবার ব্যবহার করতে পারেন। মলমটি দুই সপ্তাহ ব্যবহার করতে হবে। ধীরে ধীরে মশা কামড়ানোর লাল দাগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর