Saturday, মে ১৮, ২০২৪
শিরোনাম

বেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানা

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খান: পাবনা বেড়া উপজেলায় কৃষি জমি থেকে মাটি ও নদী থেকে বালি কাটার দায়ে তিনটি মামলায় এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় ও এক জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল তিনটা থেকে ভোর চারটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম ও উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোছা. রিজু তামান্নার যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেন।
গত সোমবার ২৯ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল পাবনা নিউজে ‘‘ বেড়া-সাঁথিয়ায় রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট’’শিরোনামে ছবিসহ একটি খবর প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে আসে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেড়া উপজেলার পৌর এলাকার পাম্পহাউজ ও ডাকবাংলো এলাকায় সহ উপজেলার আমিনপুর থানা এলাকার গাংপাড় দাতিয়া গ্রাম সহ আত্রাই নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন বেড়া মডেল থানা ও আমিনপুর থানা পুলিশ। এ সময় মাটি বালি কাটা ও পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৩ টি মামলায় দুইজনকে ৫০ হাজার করে ১ লক্ষ একজনকে ২০ হাজার এবং অন্য জনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে এক্সকাভেটর চালক সহ অন্যনরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম জানান,‘ বেড়া পৌর এলাকা ও আমিনপুরে কয়েকটি স্থানে অবৈধভাবে রাতে এক্সকাভেটর দিয়ে কৃষি জমির মাটি ও বালি কাটা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেল তিনটা থেকে ভোর চারটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। তিনজনকে এক লক্ষ বিশ হাজার টাকা ও একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ এমন কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর