Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

সুরের জাদুকর প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

শেয়ার করতে এখানে চাপ দিন

নিজস্ব প্রতিনিধি : পাবনা জেলার নবীন কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সুরের জাদুকর প্রতিযোগিতার ফলাফল ৬ ডিসেম্বর (রোববার) ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৯ জনকে পাবনার ‘সুরের জাদুকর-২০২০’ হিসেবে বিজয়ী করা হয়। চ্যানেল পাবনা- নামের ইউটিউব চ্যানেলে প্রতিযোগিদের খালি গলায় গাওয়া একটি করে গান আপলোড দেয়া হয়। দর্শকদের লাইক, কমেন্ট ও বিচারকদের রায়ে চূড়ান্তভাবে নির্বাচিত শিল্পী বাছাই করা হয়। নির্বাচিত শিল্পীদের প্রাপ্ত নম্বরসহ নামের তালিকা : আশিস-৯৬, রিঝি-৯৬, প্রার্থনা-৯৫, জয়িতা-৯২, আল-আমিন-৮৯, রাজদ্বীপ-৮০, সামান্তা-৭৯, হামিদ রানা-৭৪ ও জাহিদ-৭৩।
বিজয়ীরা জনপ্রিয় মিউজিশিয়ানদের কম্পোজিশনে মৌলিক গানের এ্যালবামে কণ্ঠ দেয়ার সুযোগ পাবেন। শীঘ্রই রেকর্ডিং এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
বিচারক হিসেবে ছিলেন- ওস্তাদ প্রদীপ দাস, পূজন দাস, বিপ্লব দত্ত ও সুনীল সূত্রধর।
প্রধান বিচারক প্রদীপ দাস বলেন, মূলত এটি অনলাইন ও ইউটিউব নির্ভর গানের শিল্পী খোঁজার একটি প্রতিযোগিতা। বিচারকদের রায়ে চূড়ান্তভাবে নির্বাচিত ৯ জন পাচ্ছেন ‘পাবনার সুরের জাদুকর-২০২০’ নামের এ্যালবামে গান গাওয়ার সুযোগ, তাদের জন্য তৈরি হবে মনোমুগ্ধকর মিউজিক ভিডিও এবং তা ছড়িয়ে দেওয়া হবে সারাদেশে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর