Saturday, মে ১৮, ২০২৪
শিরোনাম

দুই কবিরাজ,ডাক্তার মিলেও বাঁচাতে পারেলেন না গৃহবধুকে

শেয়ার করতে এখানে চাপ দিন

  1. বেড়া প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় সাপের কামড়ে সুলতানা খাতুন (২৩) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চাকলা পুর্বপাড়া গ্রামে শনিবার (১৮ জুলাই) বিকেল ৫ টার দিকে।

নিহত আকলিমা উপজেলার চাকলা পুর্বপাড়া গ্রামের শাহানুর প্রামানিকের স্ত্রী। শাহানুর মুকুল প্রামানিকের ছেলে।

নিহতর পরিবার সুত্রে জানা যায়, সুলতানা তার পালিত গরুর গোয়ালে ঘাঁস দিতে গেলে অদৃশ্য কোন বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন প্রথমে তার পা বেঁধে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড় ফুক করার পরে সে ব্যার্থ হন এবং অন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সন্ধার দিকে বেড়া সওদাগরপাড়া অন্য এক সাপুরের কাছে নিয়ে গেলে সেও অনেকক্ষণ ঝাড় ফুক করার পর ব্যার্থ হয়ে বলেন রোগী মারা গেছে।পরিবারের লোকজন রাত সাড়ে ৯ টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা।নিহত সুলতানার চার বছর বয়সের একটি কন্যা সন্তান ছিল এবং সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে তার পরিবার সুত্রে জানা গেছে।

এবিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হামিদ পাবনা নিউজ ডট নেটকে জানান, রোগীর পরিবার রোগীকে মৃত্য অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন। মৃত্য সুলতানার অন্তঃসত্ত্বার বিষয়ে জাসতে চাইলে তিনি জানান এবিষয়ে তারা আমেদেরকে অবগত করেননি।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর