Saturday, মে ১৮, ২০২৪
শিরোনাম

সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

শেয়ার করতে এখানে চাপ দিন

স্টাফ রিপোর্টার তাইজুল ইসলাম: পাবনার সাঁথিয়াস সরকারি কলেজে ২০২২ সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুন) সকাল ১১ টার দিকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মনীতি তোয়াক্কা না করে নিজ ক্ষমতায় সরকারি সাঁথিয়া কলেজের অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করেন।
এ বিষষে কলেজ অধ্যক্ষ দিবাকর কুমার ষোষ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিষ্ঠানের নিয়ম মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর