Sunday, মে ১৯, ২০২৪
শিরোনাম

করমজা ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচার, অতিষ্ঠ এলাকাবাসী

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খান ঃ আগামী ২৭ জুলাই পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। বাকি রয়েছে মাত্র ১৪ দিন। শেষ সময়ে পুরোদমে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। আর এই প্রচারণার প্রতিযোগীয় বিধিবিধানের তোয়াক্কা করছেন না কেউই। আচরণবিধি লঙ্ঘন করে সকাল আটটা থেকে গভীর রাত পর্যন্ত মাইকে ভোট চাইছেন প্রার্থীরা বিশেষ করে ইউপি সদস্য এবং মহিলা সংরক্ষিত আসনের প্রার্থীরা। উচ্চশব্দের কারণে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা। এই শোরগোলের মধ্যে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে তাদের।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার করমজা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ ওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা হোসেন আলী বাগচী এবং স্বতন্ত প্রার্থী হিসেবে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন ।
স্থানীয়দের অভিযোগ সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত। এতে অতিষ্ঠ শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী আর তাঁদের সমর্থকেরা নির্বাচনী প্রচারে ততই বেপরোয়া হয়ে উঠছেন। বিশেষ করে হাট-বাজার এলাকাগুলোতে প্রচার মাইকের শব্দ আর শব্দ। ফলে সন্তানদের ভালো পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮ টা থেকেই অধিকাংশ মেম্বার এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর পক্ষে মাইকে ভোটের প্রচার চালানো হচ্ছে। রাত ৮টার পরেও মাইক বাজানো হয়।
৭ নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী আবু দায়েন কালু প্রামানিকের কাছে নিবাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই তো নয়টা থেকে শুরু করে তাই আমিও প্রচার করছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না এবিষয়ে তিনি বলেন এটা কোন ব্যাপারনা।
সাঁথিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটের প্রচারের নিয়ম। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমি নিজেই আজ বুধবার অফিসে আসার সময় মাইকে প্রচার শুনেছি। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের বাইরে কেউ যেন ভোটের প্রচার চালাতে না পারেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করে প্রচার চালানো হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর