Saturday, মে ১৮, ২০২৪
শিরোনাম

পাবনায় এমপিও ভূক্ত হলো নতুন ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান!

শেয়ার করতে এখানে চাপ দিন

গোলাম মাহবুব : সারাদেশে নতুন এমপিওভুক্ত ১৬৩৩টি স্কুল-কলেজের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৫০টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে এ তালিকা প্রকাশ করে বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রতিষ্ঠানের কোড নম্বর দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে। একইসাথে শিক্ষক-কর্মচারীদেরকে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
চূড়ান্তভাবে এমপিও ভূক্তির তালিকায় পাবনা জেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম), মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম), উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (একাদশ থেকে দ্বাদশ), কলেজ (একাদশ থেকে দ্বাদশ) ও ডিগ্রি কলেজ এমপিও ভূক্তির চূড়ান্ত তালিকাভূক্ত হয়েছে।
পাবনা জেলার নতুন এমপিও ভূক্ত প্রতিষ্ঠানগুলির তালিকা নিচে দেয়া হলো :
পাবনা সদর উপজেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান- খতিব জাহিদ স্কুল এন্ড কলেজ-এর উচ্চ মাধ্যমিক স্তর, নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক স্তর, সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল এবং ডা. ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
সুজানগর উপজেলায় ৫টি প্রতিষ্ঠান– সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ডিগ্রি স্তর, চিনাখড়া স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক স্তর, কাদোয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুরআজগর আলী উচ্চ বিদ্যালয়।
বেড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠান– কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি স্তর ও ধোবাখোলা করোনেশন স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক স্তর এবং বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তর।
ঈশ্বরদী উপজেলায় উপজেলায় ৩টি প্রতিষ্ঠান– মুলাডুলি কলেজ, সাড়া গোপালপুর উচ্চ বিদ্যালয় এবং মানিকনগর উচ্চ বিদ্যালয়।
সাঁথিয়া উপজেলার ৩টি প্রতিষ্ঠান– মাহমুদপুর জয়েদ আলী সরকার উচ্চ বিদ্যালয়, শান্তিপুর সবেদ আলী মজির উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং আফরা আইডিয়াল একাডেমি।
ভাঙ্গুড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠান– চরভাঙ্গুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মুস্তফা আইডিয়াল স্কুল, আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয় এবং পুকুরপের আইডিয়াল উচ্চ বিদ্যালয়।
চাটমোহর উপজেলার ৩টি প্রতিষ্ঠান– কাটাখালী উচ্চ বিদ্যালয়, উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয় এবং আটলংকা বিএল উচ্চ বিদ্যালয়।
ফরিদপুর উপেজলায় ১টি প্রতিষ্ঠান– আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজ এবং আটঘরিয়া উপজেলায় ১টি প্রতিষ্ঠান– গোপালপুর চৌকীবাড়ি উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ অক্টোবর গণভবনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ওই সময়ে প্রাথমিকভাবে এমপিও ভুক্তির তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করে কিছু প্রতিষ্ঠান বাদ দিয়ে বুধবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে এমপিও কোড এবং শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি। শিগগির প্রকাশ করা হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট দপ্তর থেকে।
শিক্ষকরা ২০১৯ খ্রিষ্টাব্দের ১ জুলাই থেকে বেতন ভাতা পাবেন বলেও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। আর কোন প্রতিষ্ঠান যোগ্যতা ধরে রাখতে ব্যর্থ হলে তার এমপিও স্থগিত করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর