Saturday, ডিসেম্বর ৯, ২০২৩
শিরোনাম
ডলি সায়ন্তনীর প্রার্থীতা ফেরার অপেক্ষায় সুজানগর, আমিনপুরের মানুষঅবহেলা অব্যবস্থাপনায় অকার্যকর পাবনার সেচ উন্নয়ন প্রকল্প, বিপাকে কৃষকসাঁথিয়ায় ভোটার হালনাগাদকারীদের পাওনা দিতে গরিমসি করছেন নির্বাচন অফিসারআটঘরিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটকসাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে মন্দির নির্মাণ করার চেষ্টা ॥ জনমনে অসন্তোষসাঁথিয়ায় চলাচলের রাস্তায় বেড়া,অবরুদ্ধ ১৬ পরিবারআটঘরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনবেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধারবেড়ায় বালুবাহী ড্রাম ট্রাক চাপায় ঠিকাদার নিহতমহাসড়কের দুপাশের গাছ চালক-যাত্রীদের আতঙ্ক

জেলার শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত হওয়ায় প্রশংসায় ভাসছেন পুন্ডুরিয়া সর: প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করতে এখানে চাপ দিন

আরিফ খান: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে অবস্থিত ৩৬ নং পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ১৮টি বিষয়কে মূল্যায়ন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর উপজেলার ১৭৮ টি বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়টি শ্রেষ্টত্ব অর্জন করে এবং জেলা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার পাবনা নিউজ কে জানান, ‘ছক অনুযায়ী মার্কিং-এর ভিত্তিতে যে বিদ্যালয়টি সব চেয়ে বেশি মার্ক পায় সেই বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ করা হয়। উপজেলা পর্যায় থেকে প্রথম হয়ে জেলা পর্যায়ে এসে প্রথম হয়। এরপর বিভাগীয়ভাবে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে যায়। সব চেয়ে এই বিদ্যালয়টির পরিবেশ অত্যন্ত ভালো, এটা বলার উপেক্ষা রাখে না।

এ বিষয়ে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে আমার প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন আমি অত্যন্ত খুশি এবং আগামী দিনে আরো স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালনে এই অর্জন সহায়ক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ব্যতিক্রমী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম যোগদানের পর থেকেই অক্লান্ত পরিশ্রম,সততা নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় ফলাফলের দিক দিয়েও শতভাগ উত্তীর্ণ হয় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরস্কারও পেয়েছে। প্রতিষ্ঠানটির অর্জন সকল শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোসহ কোমলমতি শিশুদের উৎসাহিত করে শিক্ষার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর