Monday, মে ৬, ২০২৪
শিরোনাম
কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে মতবিনিময় সভাপুন্ডুরিয়ায় রুপকথার আড্ডা বন্ধুমহলের ব্যাতিক্রমী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিতসাঁথিয়ায় আগুনে কৃষকের ৭ টি ঘর ভূস্মিভুত, মানবেতর জীবন যাপনবেড়ায় কৃষি জমির মাটি ও বালি কাটার দায়ে জেল জরিমানাসাঁথিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপনকরমজায় বিট পুলিশিং ও মতবিনিময় সভাবেড়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ আদায়অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে ১০ কোটি ১৩ লাখ টাকা উধাও, গ্রেফতার ৩ কর্মকর্তাপাবনায় বিপুল পরিমাণ টাকাসহ পাউবোর দুই প্রকৌশলী আটক, পালিয়ে গেলেন ঠিকাদারসাঁথিয়ায় ডেপুটি স্পিকারের উদ্বোধনকৃত নতুন হাট ভেঙ্গে দিলেন এসিল্যান্ড

পরিবেশ কর্মী ফজলে রাব্বীর জন্মদিন আজ

শেয়ার করতে এখানে চাপ দিন

ডেক্স রিপোর্টঃ ছবিতে সাদামাটা যে কিউট মানুষটিকে দেখছেন উনি কিন্তু মোটেও সাদাসিধে নন। পাখি/বন্যপ্রাণী শিকারীদের কাছে উনি একটি আতঙ্কের নাম ফজলে রাব্বী।

নিজের খেয়ে বনের মোষ তাড়ানো লোকের সংখ্যা যেখানে ক্রমেই কমছে সেখানে ফজলে রাব্বী পুরোই অন্যরকম,জীবনের ঝুঁকি নিয়ে কোন রকমের স্বার্থের তোয়াক্কা না করেই সফল করে চলেছেন এক একটা দুঃসাহসিক অভিযান।

পাখি কিংবা বন্যপ্রাণী বিপদে আছে শুনলেই ফজলে রাব্বীর যেন ঘুম হারাম-দিন-রাত,আলো-অন্ধকারের হিসেব না করেই ঝাঁপিয়ে পড়ছেন স্ব দলবলে। কখনও উদ্ধার করছেন দূর্লভ পাখিসহ অসংখ্য বন্যপ্রানী আর এসময়ে ধ্বংস করে দিচ্ছেন পাখি ধরার ফাঁদ,জালসহ অন্যান্য সরাঞ্জামাদি।

ফজলে রাব্বীর এক একটা অভিযান সিনেমার গল্পকেও হার মানায়। প্রকৃতি প্রেমী এই সত্যিকার হিরোর উত্তরোত্তর সফলতা কামনা জানিয়েছেন অনেকে,সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে বন্যপ্রাণীরা ভাল থাকুক ফজলে রাব্বীর মত মানুষদের সহায়তায়।

পাখি ও বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে
প্রতিনিয়ত কাজ করছেন ফজলে রাব্বী।
ফজলে রাব্বীর এ প্রকৃতি প্রেম অনুপ্রাণিত করছে এলাকার যুবকদেরও। তার সহযোগিতায় হাত বাড়িয়েছেন তারাও। তার বিশ্বাস, এমন তারুণ্যের হাত ধরেই একদিন গড়ে উঠবে সুজলা-সুফলা নিরাপদ বাংলাদেশ। এছাড়া ফেসবুকের কল্যানে হারিয়ে যাওয়া ব্যাক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিক কাজে সহায়তা করেন তিনি।

বর্তমানে ফজলে রাব্বী বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছারা সামাজিক কর্মকাণ্ডেও বিভিন্নভাবে তিনি নিয়োজিত রয়েছেন।

তিনি তার বিভিন্ন কর্মকান্ড সফল ভাবে পরিচালনার জন্য আজকের এই বিশেষ দিনে সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করতে এখানে চাপ দিন

সর্বশেষ খবর